পাহাড়ের নির্বাচনে এবার হামরো পার্টিকে টেক্কা দিয়ে জিটিএম দখলের পথে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। হাড্ডাহাড্ডি লড়াই চলছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে (জিটিএ)। পাহাড়ে খাতা খুলে ফেলেছে তৃণমূল কংগ্রেস। একাধিক আসনে জিতেছে নির্দল প্রার্থী। জয়ের তালিকায় নাম তুলেছেন অনীত থাপারাও। কার্শিয়াঙের অধিকাংশ আসনে জিতেছে অনীত থাপার গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার।
২০ টি আসনে জয়ী অনীত থাপার দল। পাঁচটি আসনে জয়ী তৃণমূল কংগ্রেসের। আটটি আসনে জয়ী হামরো পার্টি। পাঁচটি আসনে জয়ী নির্দল প্রার্থীরা। পাহাড়ে জিটিএ নির্বাচন মোট ৪৫টি আসনে। অর্থার ২৩টি আসন পেতে হবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে। সেই লড়াইয়ে ইতিমধ্যেই ২০টি আসনে জয়যুক্ত হয়েছেন অনীত থাপার দলের প্রার্থীরা। অনীত থাপা নিজে দুটি আসনে জয় পেয়েছেন। আর তাঁর মূল প্রতিদ্বন্দ্বী হামরো পার্টি পেয়েছে এখন পর্যন্ত ৮টি আসন। ৩৮টি আসনের ফল সামনে এসেছে।
এবারই প্রথম জিটিএ-তে খাতা খুলল তৃণমূল কংগ্রেস। জিটিএ নির্বাচনে বিনয় তামাংয়ের হাত ধরে তৃণমূল পাঁচটি আসন জিতেছে। এর আগে মিরিক পুরসভা জিতেছিল তৃণমূল। দার্জিলিং পুরসভাতেও জয়ী হয়েছিল তৃণমূল। কিন্তু জিটিএ নির্বাচনে তাঁরা জয় পায়নি। এবার ১০টি আসনে লড়ে পাঁচটি আসন তারা নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে।