‘দোষীরা ছাড় পাবে না’, বালেশ্বরে দাঁড়িয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর

শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর দিন বালেশ্বরে ঘটনাস্থলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি চলমান উদ্ধারকাজ খতিয়ে দেখেন। শনিবার বালেশ্বরে দাঁড়িয়ে মোদী বলেন, ‘‘যাঁরা জড়িত, তাঁদের কাউকে রেয়াত করা হবে না। কঠোর শাস্তি দেওয়া হবে।’’

এ দিন ঘটনাস্থলের ভয়াবহতা পরিদর্শন করার পর মোদী বলেন, “এই ঘটনায় দুঃখ প্রকাশ করার মতো কোনো শব্দ নেই আমার কাছে। ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য এটি একটি কঠিন সময়। ঈশ্বর আমাদের এই পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দিন।”

দুর্ঘটনাস্থল দেখার পর হাসপাতালে পৌঁছোন মোদী। সেখানে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। দোষীদের বিরুদ্ধে পদক্ষেপের বার্তা দিয়ে তিনি বলেন, ‘‘এটা খুবই গুরুতর ঘটনা। আহতদের চিকিৎসায় কোনো খামতি রাখবে না সরকার। খুবই গুরুতর ঘটনা এটা। পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি।’’

মন্ত্রিপরিষদ সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আহত এবং তাঁদের পরিবারকে প্রয়োজনীয় সমস্ত সহায়তা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী।

Related posts

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস