বিধানসভা ভোটের আগে গুজরাতে রাজনৈতিক অন্দরে চাঞ্চল্য। ‘প্রথা’ মেনেই রাজ্যের মন্ত্রিসভা ঢেলে সাজানোর প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। বৃহস্পতিবার গুজরাত সরকারের ১৬ জন মন্ত্রী—আট জন পূর্ণমন্ত্রী এবং আট জন প্রতিমন্ত্রী—নিজেদের ইস্তফাপত্র মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের হাতে তুলে দিয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তবে বিজেপির শীর্ষ সূত্রের দাবি, এ যাত্রায় মুখ্যমন্ত্রীর গদি নড়ছে না। বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে ভোটের আগে দলীয় সংগঠন ও প্রশাসনিক ভারসাম্য নতুন করে সাজানো হচ্ছে।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবরই গুজরাত রাজ্য বিজেপি সভাপতি পদে পরিবর্তন করা হয়। সিআর পাতিলকে সরিয়ে অনগ্রসর জনগোষ্ঠীর নেতা জগদীশ বিশ্বকর্মাকে নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় পর্যবেক্ষকদের মতে, এই পদক্ষেপ বিজেপির ‘সামাজিক সমীকরণ’ মজবুত করার কৌশলেরই অঙ্গ।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, নতুন রাজ্য মন্ত্রিসভা আগামী শুক্রবার রাজধানী গান্ধীনগরে শপথ নিতে পারে। ভোটের আগে এই মন্ত্রিসভা রদবদলকে রাজনৈতিক মহল দেখছে বিজেপির ‘ইমেজ রিফ্রেশ’ কৌশল হিসেবে—যেখানে অভিজ্ঞ ও তরুণ মুখের মেলবন্ধন ঘটিয়ে ভোটের আগে নতুন বার্তা দিতে চাইছে গেরুয়া শিবির