গুজরাত টাইটান্সের প্রথম জয়, টানা দ্বিতীয় হারে চাপে মুম্বই ইন্ডিয়ান্স

এ বারের আইপিএলে নিজেদের প্রথম জয় পেল গুজরাত টাইটান্স। ৩৬ রানে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্সকে। আহমেদাবাদে ৮ উইকেটে ১৯৬ রান করে গুজরাত। জবাবে মুম্বই ৬ উইকেটে ১৬০-তে থেমে যায়।

শুভমন গিল (২৭ বলে ৩৮) ও সাই সুদর্শন (৪১ বলে ৬৩) গুজরাতের ইনিংস গড়েন। মুম্বইয়ের হয়ে হার্দিক পাণ্ড্য ২ উইকেট নেন।

মুম্বইয়ের সফলতম বোলার হার্দিক ২৯ রানে ২ উইকেট নেন। ৩৪ রানে ১ উইকেট ট্রেন্ট বোল্টের। ২৮ রানে ১ উইকেট মুজিব উর রহমানের। দীপক চহারের ১ উইকেট ৩৯ রানের বিনিময়ে। ৪০ রান দিয়ে ১ উইকেট নিলেন সত্যনারায়ণ রাজু।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই রোহিত শর্মা আউট হলে চাপে পড়ে মুম্বই। সূর্যকুমার যাদব (২৮ বলে ৪৮) ও তিলক বর্মা (৩৬ বলে ৩৯) লড়লেও জয় এনে দিতে পারেননি। গুজরাতের প্রসিদ্ধ কৃষ্ণ ১৮ রানে ২ উইকেট নেন, সিরাজও ২ উইকেট পান।

এই জয়ে স্বস্তি গুজরাত শিবিরে, টানা দ্বিতীয় হারে চাপে মুম্বই।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন