১৫তম আইপিএলে দুটি নতুন দল নাম লিখিয়েছিল। হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স ও লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। সোমবার আইপিএলে এই দুই দলের লড়াইয়ে ২ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় পেল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। লড়াই করেও জিততে পারল না লখনউ।
এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। লখনউ প্রথমে ব্যাট করতে নেমেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে গুজরাতের বোলারদের সামনে। কুইন্টন ডিকক ৭ রান, এভিন লুইস ১০ রান, মণীশ পান্ডে ৬ রান এবং অধিনায়ক লোকেশ রাহুল রানের খাতা খুলতেই ব্যর্থ। তবে দীপক হুডা ৫৫ রান, আয়ুষ বাদোনি ৫৪ রান করে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। ক্রুণাল পান্ডিয়া ২১ রান ও দুষ্ণত চামিরা ১ রান করে অপরাজিত ছিলেন। ফলে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে লখনউ সুপার জায়ান্টস। গুজরাত টাইটান্সের হয়ে মহম্মদ শামি ৩টি, রশিদ খান ১টি ও বরুণ অ্যারন ২টি উইকেট নিয়েছেন।
এই রানের জবাবে ব্যাট করতে নেমেই শুভমন গিল মাত্র ৩ বল খেলে শূন্য রানে আউট হয়ে যান। তবে আরেক ওপেনার ম্যাথু ওয়েড ৩০ রানের একটি ইনিংস খেলে বোল্ট আউট হন। এরপর বিজয় শঙ্কর ৪ রান, হার্দিক পান্ডিয়া ৩৩ রান, ডেভিড মিলার ৩০ রান করে সাজঘরে ফেরেন।
এই রানের জবাবে ব্যাট করতে নেমেই শুভমন গিল মাত্র ৩ বল খেলে শূন্য রানে আউট হয়ে যান। তবে আরেক ওপেনার ম্যাথু ওয়েড ৩০ রানের একটি ইনিংস খেলে বোল্ট আউট হন। এরপর বিজয় শঙ্কর ৪ রান, হার্দিক পান্ডিয়া ৩৩ রান, ডেভিড মিলার ৩০ রান করে সাজঘরে ফেরেন।
ফলে চাপে পড়ে যায় গুজরাট। এই পরিস্থিতিতে রাহুল তেওয়াটিয়া ৪০ রান ও অভিনব মনোহর ১৫ রান করে অপরাজিত ম্যাচ জিতিয়ে প্যাভিলিয়নে ফেরেন। লখনউ সুপার জায়ান্টসের হয়ে দুষ্ণত চামিরা ২টি, দীপক হুডা ১টি, আবেশ খান ১টি, ক্রুণাল পান্ডিয়া ১টি করে উইকেট নেন। ফলে ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান তুলে জয়ের হাসি হাসল গুজরাত টাইটান্স।