জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকায় ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জড়াল নিরাপত্তাবাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে এই সংঘর্ষ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সেনা ও পুলিশ ওই এলাকায় অভিযান চালালে সংঘর্ষ শুরু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, সেখানে ৩-৪ জন জঙ্গির একটি দল লুকিয়ে রয়েছে।
এলাকা ঘিরে ফেলে চলছে জঙ্গিদের সন্ধান এবং গুলির পাল্টা জবাব।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর উপত্যকায় লাগাতার জারি রয়েছে সন্ত্রাস দমন অভিযান। ১৩-১৫ মে শোপিয়ান ও ত্রালে পৃথক অভিযানে ছয় জঙ্গিকে নিকেশ করেছে বাহিনী।
এছাড়া, ৬ মে রাতে ‘অপারেশন সিঁদুর’-এ পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। পহেলগাঁও হামলার মূল অভিযুক্তদের এখনও ধরা যায়নি। তাদের খোঁজও চলছে বলে সূত্রের খবর।