কলকাতা: শিয়ালদহ থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের চলন্ত বগিতে চলল গুলি। ঘটনায় প্রকাশ, টিকিট কাটা ছিল হাওড়া থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে। কিন্তু ভুল করে শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে উঠে পড়েছিলেন যাত্রী। টিকিট পরীক্ষক সেই ভুল ধরিয়ে দিতেই ক্ষেপে গিয়ে সটান গুলি চালিয়ে দিলেন যাত্রী!
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধেয়। শিয়ালদহ থেকে আজ বিকেল ৪টে ৫০ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল রাজধানী এক্সপ্রেস। জানা যাচ্ছে, ট্রেনের টিকিট পরীক্ষকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন এক জওয়ান। সেই সময়েই তর্কাতর্কির মধ্যে সার্ভিস রাইফেল থেকে গুলি চলে বলে অভিযোগ।
এর পর ট্রেন কোডারমা স্টেশনে পৌঁছলে ওই জওয়ানকে আরপিএফ-এর হাতে তুলে দেওয়া হয়। হরবিন্দর সিং নামে ওই জওয়ানকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।
রেল সূত্রে খবর, অভিযুক্তের নাম হরবিন্দর সিংহ। ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত তিনি। ধানবাদ থেকে শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে ওঠেছিলেন তিনি। অভিযোগ, তাঁর কাছে ভুল টিকিট ছিল। টিটিই যখন টিকিট পরীক্ষা করতে আসেন, তখন বিষয়টি ধরা পড়ে। এই নিয়ে শুরু হয় তুমুল বচসা।