ভিনরাজ্যে ‘বাঙালি হেনস্তা’র অভিযোগ ফের আলোচনায়। মহারাষ্ট্রে বাংলায় কথা বলার কারণে গ্রেফতার হওয়া হাবড়ার পরিযায়ী শ্রমিক গোলাম মণ্ডল অবশেষে মৃত্যুবরণ করলেন। সোমবার সকালে হাবড়ার বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
পরিবার সূত্রে খবর, মুম্বইয়ে বাংলায় কথা বলার কারণে তাঁকে পুলিশ গ্রেফতার করেছিল। জেলে নানাভাবে তাঁর উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পরে ‘দেশ বাঁচাও গণমঞ্চ’ নামে একটি সংগঠন আইনি লড়াইয়ে তাঁকে মুক্তি দেয়। তবে মুক্তির পর থেকেই অসুস্থ হয়ে পড়েন গোলাম। চলছিল চিকিৎসা, কিন্তু শেষরক্ষা হয়নি।
স্থানীয় সূত্রে খবর, মৃত্যুর খবর পাওয়ার পর গোলাম মণ্ডলের বাড়ি যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল।
এই ঘটনার জেরে ফের প্রশ্ন উঠেছে, ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিকরা কতটা নিরাপদ? কাজের প্রয়োজনে হাজার হাজার মানুষ প্রতিদিন ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন, কিন্তু বহুক্ষেত্রে ভাষা, পরিচয় ও সংস্কৃতির কারণে তাঁদের উপর হামলা বা হেনস্তার অভিযোগ উঠছে।
তবে সম্প্রতি ‘শ্রমশ্রী’ প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে। বাংলায় ফিরে এলেই এককালীন ৫ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া এক বছর পর্যন্ত প্রতিমাসে পাঁচ হাজার টাকা দেওয়ার কথার বলা হয়েছে প্রকল্পে। পাশাপাশি তাদের প্রশিক্ষণ দিয়ে রাজ্যে কাজের সুযোগ করে দেওয়ার কথা জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।