১ জুলাই, চিকিৎসক দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে অর্ধদিবস ছুটি ঘোষণা করল নবান্ন। বুধবার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রখ্যাত চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দিনটি রাজ্যে পালিত হবে চিকিৎসক দিবস হিসেবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন (মঙ্গলবার) সকাল থেকে দুপুর ২টো পর্যন্ত সমস্ত দপ্তর খোলা থাকবে। দুপুর ২টার পর ছুটি ঘোষণা করা হয়েছে। তবে রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্সেস এবং কালেক্টর অব স্ট্যাম্প রেভিনিউ-এর দপ্তর এই ছুটির আওতায় থাকবে না।
চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে এবং ডা.বিধানচন্দ্র রায়ের অবদানের স্মরণে এই দিনটি দীর্ঘদিন ধরেই রাজ্যে বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে।