226
মুকুন্দপুরে এক ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক বয়স্ক দম্পতির ঝুলন্ত দেহ। মৃতদের নাম দুলাল পাল (৬৬) ও রেখা পাল (৫৩)। প্রতিবেশীরা ফ্ল্যাটের দরজায় তালা লাগানো অবস্থায় পেয়ে সন্দেহ করেন এবং টর্চ জ্বালিয়ে ঝুলন্ত দেহ দেখতে পান।
মৃত দম্পতির মেয়ে সঙ্গীতা সেনাপতির অভিযোগ, তাঁর বাবা-মাকে দীর্ঘদিন ধরে অত্যাচার করতেন তাঁর ভাই ও ভাইয়ের স্ত্রী। তিনি জানান, ওষুধ খেতে দেওয়া হতো না, নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। অপারেশনের পর মা-বাবা তাঁর কাছে গিয়ে থাকতে চাইলে ভাই ও তাঁর স্ত্রী আপত্তি তোলেন এবং নির্যাতন আরও বাড়িয়ে দেন।
ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত দম্পতির ছেলে ও ছেলের স্ত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।