ফের শহরে রহস্যমৃত্যু। কসবায় এক ফ্ল্যাট থেকে উদ্ধার হল একই পরিবারের তিন জনের ঝুলন্ত দেহ। মৃতরা হলেন সরজিৎ ভট্টাচার্য (৭০), গার্গী ভট্টাচার্য (৬৮) ও আয়ুষ্মান ভট্টাচার্য (৩৮)। মঙ্গলবার সকালে তাঁদের রাজডাঙা গোলপার্কের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় দেহগুলি।
পুলিশ সূত্রে খবর, সকাল থেকে ওই ফ্ল্যাটের দরজা খুলছিল না। দীর্ঘক্ষণ পরিবারের কারও সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা খবর দেন আত্মীয়দের। পরে কসবা থানার পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকে। ডাইনিং হলে সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সরজিৎ ভট্টাচার্যের দেহ। অন্য ঘরে গার্গী ও আয়ুষ্মানের দেহও একই ভাবে উদ্ধার হয়।
খুন না আত্মহত্যা—এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিক অনুমান, আত্মহত্যা। তবে কেন তাঁরা এমন পথ বেছে নিলেন তা স্পষ্ট নয়। পরিবার আর্থিক বা মানসিক সমস্যায় ভুগছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ। তিনটি দেহই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।