দশম শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ কলকাতার কালীঘাটে। মৃত কিশোরের নাম শৌর্য্য সরকার (১৬)। টালিগঞ্জ এলাকার একটি স্কুলে পড়ত সে। পরিবারের দাবি, মানসিক অবসাদে ভুগছিল কিশোরটি। এনআরএস মেডিক্যালে তার কাউন্সেলিং চলছিল।
সোমবার ভোরে ঘরে শৌর্য্যের ঝুলন্ত দেহ দেখতে পান বাবা-মা। সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছেলের গলায় শাড়ি প্যাঁচানো ছিল এবং দেহটি ঝুলছিল সিলিং ফ্যান থেকে।
ঘটনার পর থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। সকাল ৬টা ১০ মিনিট নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে পুলিশকে খবর দেওয়া হয়। দেহটি ময়নাতদন্তে পাঠানো হচ্ছে।
পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা করেছে কিশোর। তবে নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে—পরিবারে, স্কুলে বা বন্ধু মহলে কোনও সমস্যা ছিল কি না, খোঁজ নিচ্ছে তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।