কলকাতা: শিয়ালদহ স্টেশনের ২১ নম্বর প্ল্যাটফর্মে এক তরুণীকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য ও ছবি তোলার চেষ্টা নিয়ে জোর বিতর্ক। শুক্রবার রাতে ঢাকুরিয়া থেকে শিয়ালদহগামী ট্রেনে ওঠেন ওই তরুণী ও তাঁর প্রেমিক। পার্ক সার্কাস স্টেশনে কয়েকজন যুবক ট্রেনে ওঠে এবং তরুণীর শারীরিক গঠন নিয়ে অশ্লীল আলোচনা শুরু করে। তরুণী এর প্রতিবাদ করলে অভিযুক্তরা ছবি তোলার চেষ্টা করে।
শিয়ালদহ স্টেশনে পৌঁছালে তরুণী অভিযুক্তদের ধাওয়া করে এবং চড় মারেন। এরপর তিন যুবক পাল্টা হামলা চালানোর চেষ্টা করলে, তাঁর প্রেমিককে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলে উপস্থিত জিআরপি আধিকারিকরা দ্রুত পদক্ষেপ নিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে।
তরুণীর বাবার অভিযোগ, কর্তব্যরত জিআরপি আধিকারিকের সামনেই অভিযুক্তেরা আমার মেয়েকে হুমকি দিচ্ছিলেন। আমাকেই প্রথমে গ্রেফতার করার হুঁশিয়ারি দেন তিনি। এই রাজ্যে মেয়েরা আদৌ সুরক্ষিত কি না, সেই প্রশ্ন উঠছে।
এ প্রসঙ্গে শিয়ালদহ জিআরপির আইসি বাসুদেব মল্লিক জানান, “তিন জনকে গ্রেফতার করে তদন্ত শুরু হয়েছে।”