প্রথম পাতা খবর ‘ফের ফাইনালে হারতে চাই না’, ২০১৭-র ক্ষত নিয়েই বিশ্বজয়ের স্বপ্নে হরমনপ্রীত কউর

‘ফের ফাইনালে হারতে চাই না’, ২০১৭-র ক্ষত নিয়েই বিশ্বজয়ের স্বপ্নে হরমনপ্রীত কউর

21 views
A+A-
Reset

দু’বার ফাইনালে উঠেও ট্রফি স্পর্শ করা হয়নি। ২০০৫ ও ২০১৭— দু’বারই অল্পের জন্য হাতছাড়া হয়েছে ওয়ানডে বিশ্বকাপ। বিশেষ করে ২০১৭ সালে লর্ডসের সেই ফাইনালের পর ভারতীয় মহিলা ক্রিকেট দল বুকে নিয়েছিল অপূর্ণতার গভীর ক্ষত। সেই দলেরই সদস্য ছিলেন বর্তমান অধিনায়ক হরমনপ্রীত কউর।

এবার, ২০২৫ সালে ইতিহাসের সামনে দাঁড়িয়ে হরমনপ্রীতদের লক্ষ্য একটাই — অধরা বিশ্বজয়।
রবিবার নবি মুম্বইয়ে বিশ্বকাপ ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। জয়ই এনে দেবে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব।

ফাইনালের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগভরা কণ্ঠে ভারত অধিনায়ক বলেন, “আমরা জানি, হারতে কতটা কষ্ট হয়। কিন্তু এবার আমরা জয়ের অনুভূতিটা পেতে চাই। আগামীকাল একটি বিশেষ দিন। অনেক পরিশ্রম করতে হবে, আর সেটা শুধু দেশকে চ্যাম্পিয়ন করার জন্য।”

তিনি আরও যোগ করেন, “আমরা নিজেদের মধ্যে বারবার কথা বলেছি যে ম্যাচটা উপভোগ করতে হবে। শেষ দুটো ম্যাচে দল যেভাবে খেলেছে, তাতে গোটা দেশ গর্বিত। ফাইনালে নামতে পারাটা আমাদের কাছে গর্বের বিষয়। আমরা সবাই একসঙ্গে আছি, প্রস্তুত এই ঐতিহাসিক মুহূর্তের জন্য।”

টানা তিন ম্যাচে হারের পর যেভাবে দল ঘুরে দাঁড়িয়েছে, তা নিয়েও আত্মবিশ্বাসী হরমনপ্রীত। তাঁর বক্তব্য, “আমরা কখনই ভয় পাইনি। তিনটি ম্যাচ হারলেও বিশ্বাস ছিল— ফাইনালে যাওয়ার রাস্তা এখনো খোলা। এই ইতিবাচক মনোভাবই আমাদের এগিয়ে নিয়ে এসেছে।”

অতীতে ২০১৭ সালের লর্ডসের হার ভারতের মেয়েদের কাছে পরিণত হয়েছিল অনুপ্রেরণায়। এবার সেই অতীত ভুলে নয়, বরং তাকে সঙ্গে নিয়েই মাঠে নামবে ‘উইমেন ইন ব্লু’।

দেশজুড়ে এখন একটাই প্রতীক্ষা—
এইবার কি ইতিহাস বদলাবে?

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.