বিধাননগরে বেআইনি হোর্ডিং মামলায় হাইকোর্টের নির্দেশ বহাল, ৪৮ ঘণ্টার মধ্যে সরাতে হবে

কলকাতা: বিধাননগরের বেআইনি হোর্ডিং নিয়ে হাইকোর্টে দায়ের হওয়া মামলায় স্বস্তি পেল না হোর্ডিং সংস্থাগুলি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চ আগের নির্দেশ বহাল রেখে জানিয়ে দিল, সমস্ত বেআইনি হোর্ডিং নোটিস দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই সরাতে হবে।

বিধাননগর এবং সল্টলেক অঞ্চলে বেআইনি হোর্ডিং লাগানোর বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী দিবায়ন বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই সময় নির্দেশ দেয় যে, নোটিস দেওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত বেআইনি হোর্ডিং সরাতে হবে।

এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে একটি হোর্ডিং সংস্থা সুপ্রিম কোর্টে সময় প্রার্থনা করে। তবে শীর্ষ আদালত সেই আর্জি খারিজ করে মামলাটি হাইকোর্টে ফেরত পাঠায়। হাইকোর্টের বিচারপতি ট্যান্ডনের বেঞ্চ সুস্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, আগের নির্দেশই বহাল থাকবে।

পরিসংখ্যান অনুযায়ী, বিধাননগরে প্রায় আড়াই হাজার বেআইনি হোর্ডিং রয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুসারে, এই সমস্ত হোর্ডিং ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। আগামী ৯ জানুয়ারি প্রধান বিচারপতির কাছে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে বলে জানিয়েছে আদালত।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক