কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের ‘রক্ষাকবচ’ চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার ছিল ওই মামলার শুনানি। কিন্তু মামলাটি আদালতে উঠলেও মেনকার আইনজীবী উপস্থিত ছিলেন না। তাই বিচারপতির কাছে আরও কিছু দিন সময় চাওয়া হয়। এ দিন আদালত জানিয়ে দিল, আপাতত এই সংক্রান্ত পুরনো যে নির্দেশ আদালত দিয়েছিল, তা-ই বহাল থাকবে। আদালত জানিয়েছে, আগামী ২৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা, মেনকা গম্ভীরকে আইনি রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গত ১২ সেপ্টেম্বর বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নির্দেশ দেন, মেনকা গম্ভীরকে কলকাতায় ইডির অফিসেই জিজ্ঞাসাবাদ করতে হবে। আপাতত তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপও করতে পারবে না ইডি।
আরও পড়ুন: নিম্নমুখী তাপমাত্রার পারদ, কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা?