মেনকা গম্ভীরের রক্ষাকবচ বহাল, হাইকোর্টের নির্দেশে ধাক্কা খেল ইডি

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের ‘রক্ষাকবচ’ চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

বৃহস্পতিবার ছিল ওই মামলার শুনানি। কিন্তু মামলাটি আদালতে উঠলেও মেনকার আইনজীবী উপস্থিত ছিলেন না। তাই বিচারপতির কাছে আরও কিছু দিন সময় চাওয়া হয়। এ দিন আদালত জানিয়ে দিল, আপাতত এই সংক্রান্ত পুরনো যে নির্দেশ আদালত দিয়েছিল, তা-ই বহাল থাকবে। আদালত জানিয়েছে, আগামী ২৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা, মেনকা গম্ভীরকে আইনি রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গত ১২ সেপ্টেম্বর বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নির্দেশ দেন, মেনকা গম্ভীরকে কলকাতায় ইডির অফিসেই জিজ্ঞাসাবাদ করতে হবে। আপাতত তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপও করতে পারবে না ইডি।

আরও পড়ুন: নিম্নমুখী তাপমাত্রার পারদ, কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা?

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক