Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সাধারণের মনে ছাপ ফেলতে পারলনা, তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে ধরাশায়ী - NewsOnly24

সাধারণের মনে ছাপ ফেলতে পারলনা, তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে ধরাশায়ী

ডেস্ক: তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়াদের বেশিরভাগই ধরাশায়ী হয়েছে। মাত্র তিন-চারজন ছাড়া দলবদল করে বিজেপির টিকিটে নির্বাচন করা প্রায় সবাই তৃণমূলের কাছে পরাজিত হয়েছে।  শুভেন্দু অধিকারী ও মুকুল রায় বিজেপির এই বিপর্যয়ের দিনে কিছুটা আসার এল দেখিয়েছেন। কিন্তু বাকি যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চার্টার্ড বিমানে করে দিল্লি গিয়েছিলেন অমিত শাহের হাত ধরতে, তাঁরা বিজেপিকে সেই অর্থে কিছু দিতেই পারল না।


তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পরে গিয়েছিল। “কাজ করতে পারছি না সম্মানের সঙ্গে”, এই মন্তব্য করে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া
, প্রবীর ঘোষাল , রবীন্দ্রনাথ ভট্টাচার্য , অরিন্দম ভট্টাচার্য, জিতেন্দ্র তেওয়ারি, বিশ্বজিৎ কুণ্ডু , শুভ্রাংশু রায়ের মতো ২০১৬-সালের বিধানসভা নির্বাচনে জয়ী তৃণমূল বিধায়করা বিজেপি-র হয়ে ২০২১-র বিধানসভা নির্বাচনে জিততে পারলেন না। 

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বিজেপির বিভাজনের রাজনীতি সুপার ফ্লপ, প্রমাণ করল বাংলা


প্রসঙ্গত ২০১৭ সাল থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী মোট ১৪০ জনকে এবার টিকিট দিয়েছিল বিজেপি। তবে এদের অধিকাংশই দলকে জেতাতে ব্যর্থ হয়েছে।

Related posts

শীতের দৌড়ে শ্রীনিকেতনকে ছাপাল কল্যাণী, আর কতদিন জাঁকিয়ে শীত?

জঙ্গলের বুক চিরে টয়ট্রেন! ছয় বছর পর উত্তরবঙ্গে ফিরল রোমাঞ্চকর জঙ্গল সাফারি

শীতের মাঝেই উলটপুরাণ! এক ধাক্কায় ৪ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা