কলকাতা: জ্বর, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তির হতে হচ্ছে। তবে জেলা থেকে কলকাতার হাসপাতালগুলিতে ইচ্ছামতো কোনও রোগীকে রেফার করা যাবে না। বরং পরিস্থিতি অনুযায়ী ওই রোগীদের রেফার করতে হবে। সোমবার একটি বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন। জানা গিয়েছে, অ্যাডিনোভাইরাস রোগীদের পরিষেবার ক্ষেত্রে পরিস্থিতি বুঝে পদক্ষেপ করার জন্য জেলাগুলিকে এই পরামর্শ দেওয়া হয়েছে।
বৈঠকে স্বাস্থ্য ভবনের দাবি, কলকাতার তুলনায় এই মুহূর্তে জেলাগুলিতে অ্যাডিনোভাইরাসের দাপট অনেকাংশেই কম। স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগীর মতে, ‘‘জেলাগুলিতে অ্যাডিনোভাইরাসের দাপট ছিল। তবে সেই পরিস্থিতি পার হয়ে গিয়েছে। তবু যাতে জেলা থেকে ইচ্ছামতো রোগীকে কলকাতায় রেফার করা না হয়, তার নির্দেশ দেওয়া হয়েছে।’’
অন্য দিকে, করোনার মতো এ বার শিশুদের শ্বাসকষ্ট, জ্বর তথা অ্যাডিনোভাইরাস নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে পুরো রাজ্য জুড়ে। চিকিৎসকের পাশাপাশি যত স্বাস্থ্যকর্মী রয়েছেন সকলকেই অ্যাডিনোভাইরাস মোকাবিলার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপশি ম্যান পাওয়ার থেকে ভেন্টিলেটর সব প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্য দফতরের।