রাজ্যে বার্ড ফ্লু আক্রান্ত ২, আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে পরামর্শ স্বাস্থ্য দফতরের

কলকাতা: বার্ড ফ্লু-এর সংক্রমণ ধরা পড়েছে। এ রাজ্যে এই নিয়ে সংক্রমিত দু’জন। এই ঘটনার জেরে উদ্বেগ ছড়িয়েছে। অনেকেই সংশয়ে রয়েছেন হাঁস-মুরগির ডিম খাওয়া নিয়ে। তবে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে এ ব্যাপারে কোনো সতর্কতার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতরের সচিব বিবেক কুমারকে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। সেখানেই তাঁরা জানিয়ে দেন, হাঁস-মুরগি বা তাদের ডিম নিয়ে বাড়তি সতর্কতার প্রয়োজন নেই।

সরকারি বার্তায় স্পষ্ট, বার্ড ফ্লু নিয়ে আতঙ্কিত হওয়ারও কিছু নেই। কারণ, দুই শিশুর শরীরে বার্ড ফ্লুয়ের যে স্ট্রেন পাওয়া গিয়েছে, তা H9N2 প্রজাতির, এটা দুর্বল প্রকৃতির। পোলট্রি উজাড় করে দেয় H5N1 প্রজাতির স্ট্রেন। এবং তার অস্তিত্ব বঙ্গে মেলেনি। এ দিন স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ দল মালদা পৌঁছয়।

এখনও পর্যন্ত যে দুজনের বার্ড ফ্লু-তে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে, তাদের এক জন, চার বছরের একটি ছেলে। যার বাড়ি মালদার কালিয়াচকে। অন্য জন অস্ট্রেলিয়া প্রবাসী এক বছর আড়াইয়ের এক মেয়ে। যে কলকাতার পৈতৃক বাড়িতে এসে সংক্রমণের কবলে পড়েছিল। তবে পরিবারের আর কেউ সংক্রমিত নন। কারও শরীরেই ভাইরাস পাওয়া যায়নি।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন