সঞ্জয়ের ফাঁসি চায় না নির্যাতিতার পরিবার! হাইকোর্টকে জানালেন আইনজীবী

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চায় না নির্যাতিতার পরিবার। সোমবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে এমনটাই জানালেন তাঁদের আইনজীবী কৌশিক গুপ্ত। তাঁর সাফ বক্তব্য, কন্যাহারা পরিবার সর্বোচ্চ সাজা নয়, বরং প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার দাবিতে অনড়।

শুনানিতে নিহত চিকিৎসকের বাবা জানান, ‘‘যারা প্রকৃত দোষী, তারা যেন গ্রেপ্তার হয়।’’ সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়েছে।

এর আগে শিয়ালদহ আদালতে সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ও সিবিআই হাই কোর্টে সর্বোচ্চ সাজার আবেদন জানায়। তবে এদিন সিবিআই-এর পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, নিম্ন আদালতে রাজ্য সরকার এই মামলার পার্টি ছিল না, তাই তারা উচ্চ আদালতে পৃথকভাবে মামলা করতে পারে না।

বিচারপতি দেবাংশু বসাক এ নিয়ে প্রশ্ন তোলেন, ‘‘একই দাবিতে পৃথক মামলা গ্রহণযোগ্যতার অর্থ কী?’’ আপাতত সেই প্রশ্নে রায়দান স্থগিত। জানা যাচ্ছে, হাইকোর্টে সঞ্জয় রায়ের হয়ে লড়বেন লিগাল এইডের আইনজীবীরা, যাঁরা আগেও শিয়ালদহ আদালতে তাঁর পক্ষে সওয়াল করেছিলেন।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে