আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি আজ

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি আজ আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। কলকাতা হাই কোর্ট সাত দিনের মধ্যে এই মামলায় চার্জগঠনের নির্দেশ দিয়েছিল, আজ সেই সময়সীমার শেষ দিন।

সন্দীপ ঘোষ-সহ অভিযুক্তরা আদালতে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। আজ এই দুটি মামলার শুনানি হবে। বিচারক জানিয়েছেন, সকাল পৌনে ১১টা নাগাদ শুনানি শুরু হবে।

এর আগে, সন্দীপরা হাই কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে আবেদন করেছিলেন, তবে তা খারিজ হয়ে যায়। আজ ফের তাঁরা উচ্চ আদালতের প্রধান বিচারপতির কাছে যেতে পারেন বলে আইনজীবী সূত্রে খবর।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক