বিচারপতি অনুপস্থিত, দিল্লি হাইকোর্টে পিছোল অনুব্রতর জামিন মামলা

নয়াদিল্লি: আবারও পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে অনুব্রতর জামিনের আবেদনের শুনানির কথা ছিল। কিন্তু বিচারপতি দীনেশ শর্মা অনুপস্থিত থাকায় মামলার শুনানি পিছিয়ে যায়।

গোরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত। ইডি হেফাজত শেষ হওয়ার পর এখন তাঁকে নিয়ে যাওয়া হয়েছে তিহাড় জেলে। এ দিন তাঁর জামিন সংক্রান্ত মামলার শুনানি দিল্লি হাইকোর্টে ওঠার কথা ছিল। কিন্তু, তা পিছিয়ে যাওয়ায় তিহাড়েই থাকতে হচ্ছে তাঁকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৯ মার্চ।

অন্য দিকে, দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশেই তিহাড় জেলে পাঠানো হয়েছে অনুব্রতকে। ওই আদালতে আগামী ৩ এপ্রিল তোলার কথা অনুব্রতকে।

উল্লেখ্য, গত বছর গোরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত। তাঁকে গ্রেফতারের পর, এই গরু পাচারের শিকড়ের খোঁজে বীরভূম জুড়ে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে তাঁকে হেফাজতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁর কন্যা-সহ আর সংশ্লিষ্ট অনেক ব্যক্তিকে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে