হিথরো বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে স্থগিত হওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিটেন সফর অবশেষে শুরু হচ্ছে। শনিবার সন্ধ্যায় দুবাই হয়ে লন্ডনের উদ্দেশে রওনা হচ্ছেন তিনি। রবিবার সকালে (লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী) হিথরো বিমানবন্দরেই নামবেন মমতা।
শুক্রবার বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের কারণে ১৮ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ ছিল হিথরোতে। ১,৩৫১টি ফ্লাইট বাতিল হয়। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আপৎকালীন বিকল্প গ্যাটউইকের বদলে হিথরোতেই নামবেন মুখ্যমন্ত্রী।
সোমবার ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর লন্ডন সফরের সূচনা করবেন। মঙ্গলবার বাণিজ্য সম্মেলন, বুধবার সরকারি বাণিজ্য বৈঠক এবং বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণের কর্মসূচি রয়েছে। শুক্রবার তিনি লন্ডন থেকে কলকাতার উদ্দেশে রওনা হবেন।