পশ্চিমবঙ্গ, বিহার এবং অন্ধ্রপ্রদেশের মতো তিন রাজ্যে তাপপ্রবাহ। কমলা সতর্কতা জারি জাতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি)। আরও চারটি রাজ্য সিকিম, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তরপ্রদেশে স্বাভাবিকের চেয়ে অনেক উপরে তাপমাত্রা। কোথাও কোথাও ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই সর্বোচ্চ তাপমাত্রা।
বিভাগ পূর্বাভাসে বলেছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে মঙ্গলবার জম্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ এবং পঞ্জাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর জেরে ভারতের বেশ কয়েকটি এলাকায় কিছুটা হলেও স্বস্তি মিলবে। তবে সোমবারও পঞ্জাব এবং হরিয়ানায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি ছিল, মঙ্গলবার একই রকম পরিস্থিতি থাকতে পারে।
এ দিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বেলা বাড়লেই লু বইবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার পর্যন্ত। অন্য দিকে, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং পার্বত্য এলাকার সংলগ্ন জেলাগুলিতে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে গরম খানিকটা কমতে পারে। বৃহস্পতিবার তাপপ্রবাহ পরিস্থিতির মাঝে ক্ষণিকের বৃষ্টি সামান্য স্বস্তি আনতে পারে মেদিনীপুরে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে স্থানীয় বজ্রগর্ভ মেঘের কারণে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, শুক্রবার থেকে বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও। শনিবার ওই দুই জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।