তাপপ্রবাহের সতর্কতা পশ্চিমের জেলাগুলিতে, কলকাতায় বাড়বে আর্দ্রতার অস্বস্তি

গরমে বিকোচ্ছে মাটির কলসি। ছবি: রাজীব বসু

আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় পারদ আরও চড়তে পারে।

অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও, বুধবার রাজ্যের উষ্ণতম দিন হতে পারে। শহরের তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে।

তবে লু বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকলেও, বঙ্গোপসাগর থেকে আসা দখিনা হাওয়ার সঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়ার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। ঘাম-ঘাম ভাব, শরীরে ক্লান্তি ও গরমের প্রভাব আরও বেশি অনুভূত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এই অতিরিক্ত জলীয় বাষ্প থেকেই রাজ্যের কিছু জায়গায় স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে যেমন মুর্শিদাবাদের কিছু অংশে ঝড়বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গে একটানা ঝড়বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে রবিবার, অর্থাৎ ২৭ এপ্রিলের পর থেকে। ফলে সাময়িক স্বস্তি মিলতে পারে গরম থেকে, তবে তার আগে পর্যন্ত গরম ও আর্দ্রতার কষ্টই সহ্য করতে হবে রাজ্যবাসীকে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে