কলকাতা: সে অর্থে রোদও নেই, হাওয়াও নেই। স্বাভাবিকের থেকে উপরে তাপমাত্রার পারদ। বুধবার সকাল থেকেই মনমরা আবহাওয়া। এরই মধ্যে খারাপ খবর জানাচ্ছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় বদল হতে পারে আবহাওয়ায়।
হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতায় মঙ্গলবার রাতের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। জানা গিয়েছে, আগামী ছ’-সাত দিনে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনাই নেই। বাড়বে রাতের তাপমাত্রা।
শীত পড়ার মুখে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপ। বৃহস্পতিবার নিম্নচাপ পরিবর্তিত হয়ে তৈরি হবে গভীর নিম্নচাপ। আর পরবর্তী ৪৮ ঘণ্টায় সেটাই বদলে যেতে পারে ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়ের অভিমুখ এখনও স্পষ্ট নয়, তবে তার প্রভাবে মেঘ ঢুকতে পারে উপকূলে। ফলে রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়ার আশঙ্কা।
সবমিলিয়ে শীতের আমেজ অনেকটাই কমে যাবে। কলকাতায় ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা। পশ্চিমের জেলায় শীতের আমেজ থাকবে তবে বাড়বে না। পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রির উপরে উঠবে। আগামী তিন-চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাতে একই রকম পরিবেশ শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন।