আজ, বুধবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় আজ অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণবঙ্গে আপাতত অস্বস্তিকর গরম ও আর্দ্রতা বজায় থাকলেও আজ, বুধবার বৃষ্টি হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক দফা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উইকেন্ডে বৃষ্টি কিছুটা কমতে পারে।
মৌসুমী অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের উপকূল দিয়ে বঙ্গোপসাগরে বিস্তৃত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে বিহারে তৈরি হওয়া আপার এয়ার সার্কুলেশন ওড়িশা পর্যন্ত বিস্তৃত। এর ফলে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যা আগামী কয়েকদিনের বৃষ্টিকে প্রভাবিত করবে।