শনিবার থেকেই ফিরতে পারে বৃষ্টি! আগামী সপ্তাহে দক্ষিণ ও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বর্ষণের আশঙ্কা

কয়েকদিনের বিরতির পর ফের রাজ্যে দেখা দিতে পারে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে সপ্তাহান্ত থেকেই ফের ঘনাতে পারে মেঘ।

শনিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা:
শনিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবারও কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আগামী সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস

২৮ থেকে ৩১ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সমতল অঞ্চলেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, এবং নদিয়া জেলায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার দিক থেকে:
বৃষ্টির আগে ও পরে সামান্য হেরফের হতে পারে দিনের তাপমাত্রায়। তবে এখনই শীতের আমেজ ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছে দফতর।

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হতে চলা এক নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে ভাইফোঁটা মিটলেই রাজ্যের আকাশ আবারও মেঘলা হতে পারে।

Related posts

মিরিক যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! গভীর খাদে গাড়ি, প্রাণ গেল ৪ জনের, আহত ১৫

ভোটার তালিকার বিশেষ সমীক্ষায় টানাপোড়েন! কাজ থেকে অব্যাহতি চাওয়া রাজ্যের প্রায় ৬০০ বিএলও-কে শো-কজ নোটিস পাঠাল নির্বাচন কমিশন

কেরলে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল রাষ্ট্রপতির হেলিকপ্টার! নিরাপদে দ্রৌপদী মুর্মু