ঝড়-বৃষ্টির পূর্বাভাস নিয়ে জেলাগুলিকে সতর্কতা নবান্নের

কলকাতা: বুধবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে আগে থেকেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকে। বজ্রপাত থেকে মৃত্যু হয়। আবহাওয়াবিদরা বলছেন, বজ্রপাতে মৃত্যু আটকাতে মানুষকে সচেতন হতে হবে। বজ্রগর্ভ মেঘ আকাশে জমলে খোলা আকাশের নীচে না-থাকাই বাঞ্ছনীয়।

এর জেরে সব জেলাশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ বিপর্যয় মোকাবিলা দফতরের। ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ত্রাণ পরিষেবা-সহ বিভিন্ন ব্যবস্থা আয়োজন করে প্রস্তুতি সেরে ফেলার।

ঝড়-বৃষ্টিতে কাঁচা ঘর-বাড়ির পাশাপাশি মাঠে থাকা কৃষিপণ্যের ক্ষতির আশঙ্কার কথা ইতিমধ্যেই আবহাওয়া দফতর জানিয়েছে। এইসময় মাঠে বোরো ধান ও রবি ফসল আছে। গরমের সব্জির চাষও শুরু হয়েছে। বৃষ্টির পরিমাণ বেশি হলে তা মাঠে জমে সব্জির ক্ষতির আশঙ্কা থাকে বলে কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছেন।

Related posts

সপ্তমীতে স্বস্তি, তবে নবমী-দশমীতে ফের ভিজতে পারে পুজো

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?