তিস্তার ভয়ঙ্কর রূপ! আশঙ্কায় নদী সংলগ্ন এলাকার মানুষ

শিলিগুড়ি: গত কয়েকদিন ধরে হওয়া একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। সিকিমে কোনও বাঁধ না থাকায় বৃষ্টির জল সরাসরি তিস্তা হয়ে রাজ্য প্রবেশ করছে। এরই মধ্যে প্রবল বৃষ্টির কারণে তিস্তার জলস্তর বেড়ে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের কালিম্পং জেলার একাংশও। তিস্তাবাজার এলাকার দেওগ্রামের রাস্তা ভাসিয়ে নিয়ে গিয়েছে নদী।

বৃষ্টির কারণে পাহাড়ি নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে, ফুঁসছে তিস্তাও। কোথাও জলের তোড়ে ভেসে গিয়েছে ঘর, বাড়ি, আবার কোথাও ধস নেমে তলিয়ে গিয়েছে গাড়ি। জলপাইগুড়ি হোক বা কালিম্পং কিংবা সিকিম সব জায়গাতেই একই ছবি।

বৃহস্পতিবার রাতের দিকে বৃষ্টি খানিক থামায় তিস্তার জলস্তর নেমেছিল। শুক্রবার সকাল থেকে নাগাড়ে বৃষ্টি শুরু হতেই ফুলেফেঁপে উঠেছে তিস্তা। তবে পরিস্থিতি এখনও বিপদসীমার বাইরে যায়নি। সেই কারণে আগেভাগেই একেবারে তিস্তাপারের বাসিন্দাদের নিরাপদ জায়গায় স্থানান্তরিত করার কাজ শুরু হয়েছে। আবার অনেক পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র উঠেছে।

শুধু তিস্তা-ই নয়, একসঙ্গে তোর্সা, জলঢাকা, রায়না সহ একাধিক নদীও ভয়াবহ আকার নেওয়ার জায়গায় দাঁড়িয়ে। পাহাড়ে দু’-তিনদিনের বৃষ্টিতে নদীগুলি একেবারে ফুলেফেঁপে উঠেছে। আশপাশে যে বাঁধ রয়েছে সেখানেও ভাঙন শুরু হয়ে গিয়েছে। আতঙ্কিত এখানকার স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের তরফে সবরকমের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে