ডেস্ক: এখনই বৃষ্টি থেকে রেহাই নেই। রাজ্যজুড়ে মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলা গুলিতেও চলবে বৃষ্টি। বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপের কারণেই বৃষ্টি বলে জানা গিয়েছে।
আজ কলকাতায় মেঘলা আকাশ থাকবে । দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টি কমলেও দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে চলবে বৃষ্টি। এমনই পূর্বাভাস গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, নদিয়া, সহ একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। গত কয়েক দিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছিল। একাধিক নীচু জায়গা ভেসে গিয়েছে।
মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। হালকা বৃষ্টির পূর্বাভাস কলকাতাতেও। বৃহস্পতিবার বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতাতে।
আরও পড়ুন: করোনার বিরুদ্ধে লড়াইয়ে হাতিয়ার যোগব্যায়াম’, বার্তা মোদীর
উত্তরবঙ্গ আজ দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে।