ডেস্ক: আগামী সোমবার পর্যন্ত রাজ্যের উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অবশ্য বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বিহার থেকে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশে উপরে বিস্তৃত আছে মৌসুমি অক্ষরেখা। তার প্রভাবে আগামী কয়েকদিন উত্তর-পূর্ব ভারত এবং হিমালয়ের পাদদেশীয় বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।
আরও পড়ুন: রোমে বিশ্ব শান্তি সম্মেলনে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়! থাকবেন অ্যাঞ্জেলা মর্কেল, পোপ ফ্রান্সিস
কলকাতায় আজ, বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ অগাস্ট শনিবার সকালের মধ্যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কোনও কোনও জায়গায়। এছাড়া বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায়। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার সকালের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলায়। আর ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে।