কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট, জল জমে দুর্ভোগ, সতর্কতা জারি

জল জমেছে শহরের বেশ কিছু অংশে। ছবি: রাজীব বসু

নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে লাগাতার বৃষ্টিতে ভিজছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা। শুক্রবারও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। জল জমে দুর্ভোগ বেড়েছে শহরের বেশ কিছু অংশে।

বিবি গাঙ্গুলি স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, ফিয়ার্স লেন, এমজি রোডের একাংশ, কলেজ স্ট্রিট বাটার কাছে জল জমে থাকায় ধীরগতিতে চলছে যানবাহন। মা উড়ালপুলেও যান চলাচলে কিছুটা প্রভাব পড়েছে। দুপুরে হাডকো মোড়ে একটি বড় গাছ পড়ে গিয়ে সাময়িকভাবে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। রবিবার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশে। বাকি জেলাগুলিতেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

একই সঙ্গে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সমুদ্র থাকবে উত্তাল। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে মৎস্যজীবীদের ওই এলাকায় না যাওয়ার নির্দেশ দিয়েছে হাওয়া অফিস।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?