মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায়। বৃহস্পতিবার পড্ডার তাশোটি এলাকায় হড়পা বানে ভেসে যায় একটি লঙ্গরখানা। এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর মিলেছে, তবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এন ডি আর এফ, এস ডি আর এফ ও জেলা প্রশাসনের বিশেষ দল। উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনী ও পুলিশও। বিধায়ক সুনীল কুমার শর্মা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে সাহায্য চেয়েছেন। পরিস্থিতির ওপর ব্যক্তিগতভাবে নজর রাখছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং, কিশতওয়ারের ডেপুটি কমিশনার পঙ্কজ কুমার শর্মার সঙ্গেও কথা বলেছেন তিনি।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাচাইল মাতা যাত্রার সূচনাস্থল চোসিটি। সেখানে হড়পা বানে ধুয়ে গেছে গোটা এলাকা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিপর্যয়ের ভয়াবহ দৃশ্যের ভিডিও।
ঘটনায় শোক প্রকাশ করে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক্স-এ লিখেছেন, “চোসিটি কিশতওয়ারে মেঘভাঙা বৃষ্টির ঘটনায় আমি মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”