গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জোর বৃষ্টি, ভোগান্তির আশঙ্কা

সোমবার এবং মঙ্গলবার গোটা রাজ্যেই দফায় দফায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার থেকে কমতে পারে দাপট।

ডেস্ক: রবিবার রাত থেকে একনাগাড়ে বৃষ্টির কবলে পড়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর। এখনও পর্যন্ত দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে শহরে। তবে সোমবার কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। প্রবল বর্ষণে নিচু জায়গাগুলিতে জল জমতে পারে। ফলে ফের ভোগান্তির আশঙ্কায় শহরবাসী।

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ছাড়া উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে অন্য জেলাগুলোতেও। মধ্য ভারতে অবস্থানরত নিম্নচাপ এবং তার টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার ফলে গোটা রাজ্য জুড়েই প্রবল বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, সোমবার এবং মঙ্গলবার গোটা রাজ্যেই দফায় দফায় এমনই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী তিন জেলা এবং উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া বইতে পারে। বুধবার থেকে কমতে পারে বৃষ্টির দাপট। বৃহস্পতিবার থেকে গোটা রাজ্যেই উন্নতি হবে আবহাওয়ার। আকাশ পরিষ্কার হলেই ঢুকে পড়বে উত্তুরে বাতাস।

আরও পড়ুন: পুজো মিটতে রাজ্যে কোভিড গ্রাফ উধ্বমুখী, একদিনে আক্রান্ত বাড়ল ৪১%, বাড়ছে মৃতের সংখ্যাও

সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছে ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৫.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে