কলকাতা: আরজি কর মামলায় কেস ডায়েরি, অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগপত্র এবং নতুন নিয়োগপত্র তলব কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। একই সঙ্গে তাঁর মন্তব্য, সন্দীপ ঘোষ কি এত পাওয়ারফুল লোক? পদত্যাগ করার চারঘন্টার মধ্যে তাঁকে ফের দ্বায়িত্ব দেওয়া হল ! এটা কিভাবে সম্ভব ? ছুটির আবেদন করে তিনি লম্বা ছুটিতে যান, নাহলে আদালত প্রয়োজনীয় নির্দেশ দেবে।
সোমবার সকালে আরজি কর থেকে পদত্যাগ করলেও, বিকেলে সন্দীপকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ দেওয়া হয়। এ ব্যাপারে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, “সকালে প্রিন্সিপাল পদত্যাগ করলেন মরালিটি দেখিয়ে। আশ্চর্যজনকভাবে রিওয়ার্ড দিয়ে বিকেলে তাঁকেই অন্য জায়গায় বসানো হল।”
এর পর তিনি ক্ষোভের সুরে বলেন, ”সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করেননি কেন? তিনি তো ওই প্রতিষ্ঠানের প্রধান। কেন তাঁকে রক্ষা করার চেষ্টা করছেন? কিছু একটা মিসিং আছে। আজ বিকাল তিনটের মধ্যে সন্দীপ ঘোষকে বলুন ছুটির আবেদন করে লম্বা ছুটিতে যেতে। নাহলে আমরা প্রয়োজনীয় নির্দেশ দেব।”
এ দিকে, সর্বশেষ খবর অনুযায়ী, হাই কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই আরজি কর মামলার কেস ডায়েরি আদালতে জমা করেছে রাজ্য সরকার। এই মামলার কেস ডায়েরি দুপুর ১টার মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি।