Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রাজ্যের আকাশে ফের দুর্যোগের ঘনঘটা, ভাসাতে বসেছে সরস্বতী পূজা - NewsOnly24

রাজ্যের আকাশে ফের দুর্যোগের ঘনঘটা, ভাসাতে বসেছে সরস্বতী পূজা

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বৃহস্পতি থেকে ফের একবার বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে। এই বৃষ্টিপাত চলবে সরস্বতী পুজো পর্যন্ত বলেও জানান হয়েছে, পাশাপাশি এবার ক্রমশ কমবে শীত, বলছে আলিপুর হওয়া অফিস।

বৃষ্টির শুরুটা আগামী বৃহষ্পতিবার থেকে হলেও চলবে আগামী শনিবার সরস্বতী পুজোর দিন পর্যন্ত। এমনকি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। দক্ষিণবঙ্গের পসাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলাতেও, এমনকি হতে পারে শীলা বৃষ্টিও, তবে বিক্ষিপ্ত আকারে।

এদিকে এই অসময়ের বৃষ্টির হাত ধরেই এবার গায়েব হতে বসেছে শীত। বৃহষ্পতিবার থেকে বৃষ্টিপাতের পাশাপাশি একই সঙ্গে কমতে শুরু করবে শীতের পরিমাণ, বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ বলেও পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আবহাওয়ার এই বদল বলে জানাচ্ছেন অবহবিদরা। বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি শুরুর সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলায়। এর মধ্যে উত্তরের ৮ জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শিলাবৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে রয়েছে বলে জানা যাচ্ছে।

Related posts

বিহারে এনডিএর ঝড়ের পর দশমবার মুখ্যমন্ত্রীর আসনে নীতীশ, গান্ধী ময়দানে শক্তিপ্রদর্শনের মঞ্চ

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিত, বাড়ছে তাপমাত্রা—শীতের গতি থমকাল রাজ্যে

বিএলওদের হয়রানি নয়, কঠোর সতর্কতা নির্বাচন কমিশনের—স্কুলে চাপে পড়লে ব্যবস্থা নেওয়ার নির্দেশ