ভারত-পাক উত্তেজনা পরিস্থিতিতে কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট, বাতিল সিআইএসএফ কর্মীদের ছুটি

ভারত-পাকিস্তানের যুদ্ধ আবহে হাই অ্যালার্ট জারি হল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। বৃহস্পতিবার রাতে লাগাতার ড্রোন ও মিসাইল হামলার চেষ্টা চালায় পাকিস্তান। এর পরেই দেশের গুরুত্বপূর্ণ ২০টি বিমানবন্দরে জারি হয় নোটাম (NOTAM)। সেই তালিকায় রয়েছে কলকাতা বিমানবন্দরও।

নিরাপত্তার কারণে সিআইএসএফ-এর সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। যারা ছুটিতে ছিলেন, তাঁদেরও অবিলম্বে ডিউটিতে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিমানবন্দর এলাকায় আরও কড়া নজরদারি শুরু হয়েছে। অ্যারাইভাল ও ডিপারচারে গাড়ি দাঁড়ানো নিষেধ।

আজ কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের উদ্যোগে ভিডিয়ো কনফারেন্স হবে, যেখানে অংশ নেবে ডিসি ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি, বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সগুলির প্রতিনিধিরা।

যাত্রীদের বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে— উড়ানের অন্তত ৩ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে এবং উড়ানের দেড় ঘণ্টা আগে গেট বন্ধ করে দেওয়া হবে।

সাম্প্রতিক হামলার চেষ্টা রুখে দিয়ে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা প্রমাণ করেছে, তারা সম্পূর্ণ প্রস্তুত। এবার সেই সতর্কতাই জারি হচ্ছে অসামরিক ক্ষেত্রেও, বিশেষ করে গুরুত্বপূর্ণ অবকাঠামো— যেমন বিমানবন্দরগুলোতে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন