শর্তসাপেক্ষে মোহন ভাগবতের বর্ধমান সভার অনুমতি দিল হাইকোর্ট

পূর্ব বর্ধমানের সাই কমপ্লেক্সে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভার আয়োজন নিয়ে বিতর্কের অবসান। শর্তসাপেক্ষে সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ অনুযায়ী, রবিবার ১৬ ফেব্রুয়ারি এই সভা অনুষ্ঠিত হতে পারে, তবে কোনও পরীক্ষার্থীর যাতে সমস্যা না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে মামলাকারীদের।

আদালতে মামলাকারীদের তরফে জানানো হয়, সাই কমপ্লেক্সের মাঠ প্রায় ৫০ বিঘা জমি জুড়ে বিস্তৃত এবং সভাস্থলের দুই কিলোমিটারের মধ্যে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান নেই। তাই অনুমতি চাওয়ার প্রয়োজন নেই। মামলাকারীর আইনজীবী জানান, সভার জন্য এসডিও-কে চিঠি দিয়ে মাইক ব্যবহারের কথা জানানো হয়েছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাউন্ড সিস্টেম ব্যবহার করলে অনুমতি বাতিল করা হবে। তবে কোনও লিখিত নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় মাইক ব্যবহার নিষিদ্ধ। যদিও বিচারপতি জানতে চান, “যদি মাইক ব্যবহার না করা হয়, তাতে অসুবিধা কোথায়?”

তিনি আরও বলেন, “শুধুমাত্র পনেরো মিনিটের সভা হবে। শব্দ সীমার বাইরে না যায়, তা নিশ্চিত করতে হবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে।”

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে