এসএসসি কাণ্ডে ফের বড় নির্দেশ হাই কোর্টের, নিয়োগ থেকে পুরোপুরি বাদ ‘চিহ্নিত অযোগ্য’রা

স্কুল সার্ভিস কমিশন (SSC) দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়কে সামনে রেখে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট নির্দেশ দেন, নিয়োগ প্রক্রিয়া থেকে সম্পূর্ণভাবে বাদ দিতে হবে ‘চিহ্নিত অযোগ্য’ প্রার্থীদের। যদি ইতিমধ্যেই এমন কেউ আবেদন করে থাকেন, তাহলে তা অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি, নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে।

এদিন আদালতে রাজ্য এবং কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়, সুপ্রিম কোর্ট কেবল বয়সজনিত ছাড় না দেওয়ার কথা বলেছে, নিয়োগে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেয়নি। তবে বিচারপতির পালটা বক্তব্য, “এত বড় দুর্নীতির অভিযোগ! সুপ্রিম কোর্ট দুর্নীতির জন্য চাকরি বাতিল করেছে, অর্থ ফেরতের নির্দেশ দিয়েছে। একাধিক পর্যবেক্ষণ স্পষ্টভাবে এই প্রার্থীদের অযোগ্য বলেছে। তাহলে তাঁরা কীভাবে আবার নিয়োগে অংশ নিতে পারেন?”

বিচারপতির যুক্তি, “একবার চাকরি বাতিল হয়েছে। আবার সেই একই অপরাধের জন্য তাঁদের নিয়োগে অংশ নিতে দেওয়া হলে সেটাই তো অন্যায়।” তিনি সাফ জানিয়ে দেন, ‘চিহ্নিত অযোগ্য’দের নিয়োগ থেকে বাদ দিতে হবে এবং নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক