গোসাবা–মালদা বিস্ফোরণ,  NIA তদন্ত? কেন্দ্রেই সিদ্ধান্ত নেবে, জানাল হাই কোর্ট

গোসাবা এবং মালদায় বিস্ফোরণের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। মূলত মালদহ ও বাসন্তীর বিস্ফোরণ নিয়ে এই জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এনআইএ তদন্ত করবে কি না, সেই সিদ্ধান্ত নেবে কেন্দ্র। তবে তার আগে আইন অনুযায়ী রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রকে।

রাজ্যের দু’‌জায়গায় বিস্ফোরণের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। এই মামলার শুনানির পর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বে বেঞ্চ নির্দেশ দিয়েছে, বিস্ফোরণের ঘটনা নিয়ে তিনদিনের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দিতে হবে সংশ্লিষ্ট দুই থানাকে। তার পর তিন দিনের মধ্যে রাজ্য সরকার কেন্দ্রকে রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে এনআইএ তদন্ত শুরু হবে।

আরও পড়ুন: মমতার আশঙ্কার ২৪ ঘণ্টার মধ্যেই ইডি-র তলব অভিষেককে

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন