তৃণমূলের শিক্ষক নেতাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ হাই কোর্টের

তৃণমূলের শিক্ষক নেতাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাওড়ার শিবপুরের একটি স্কুলের শিক্ষক শেখ সিরাজুল ইসলামের নিয়োগকে বেআইনি বলে রায় দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।

সিরাজুলের চাকরি নিয়ে প্রশ্ন ওঠার পর আদালতে মামলা হয়। এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ তাঁর বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিয়েছিল। তবে সেই মামলা যাতে চাকরিতে প্রভাব না ফেলে, সেই আর্জি নিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন তিনি। বুধবার শুনানির পর বিচারপতি মান্থা পর্যবেক্ষণে জানান, দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়ার কারণে তাঁকে আর রাখা যাবে না।

এর আগে ২০০১ সালেও আদালত সিরাজুলকে বরখাস্তের নির্দেশ দিয়েছিল, তবুও তিনি চাকরি চালিয়ে যান। সম্প্রতি বিচারপতি বিশ্বজিৎ বসু এফআইআর করার নির্দেশ দেন। অবশেষে বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সিরাজুলের নিয়োগ সম্পূর্ণ বেআইনি এবং তাঁকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। আদালতের এই নির্দেশ স্কুল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক