Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কর্মরত মহিলাদের নিরাপত্তায় রাজ্যকে পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের - NewsOnly24

কর্মরত মহিলাদের নিরাপত্তায় রাজ্যকে পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের

কর্মরত মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারকে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সরকারি এবং বেসরকারি, উভয় ক্ষেত্রেই কর্মরত মহিলাদের জন্য নির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বলেছে আদালত। বিশেষ করে, রাতে কর্মরত মহিলাদের নিরাপত্তার ওপর গুরুত্ব দিতে বলেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়েকের বেঞ্চ রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে একটি বিশেষ টিম গঠনের নির্দেশ দিয়েছে। এই টিম রাজ্যের বিভিন্ন কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে। কোথায় আরও উন্নত নিরাপত্তা প্রয়োজন, কোথায় ঘাটতি রয়েছে, সেই বিষয়ে তারা একটি খসড়া রিপোর্ট তৈরি করবে এবং তা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে পাঠানো হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

সম্প্রতি কলকাতা হাইকোর্টে কর্মরত মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। মামলাকারীর দাবি ছিল, তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির মতো ২৪ ঘণ্টা চালু থাকা কর্মক্ষেত্রগুলিতে মহিলা কর্মীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। রাজ্যের তরফে আদালতে জানানো হয়, ‘রাত্রিসাথী’ প্রকল্পের মাধ্যমে পুলিশি টহল এবং নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই জোরদার করা হয়েছে। তবে আদালত জানিয়ে দেয়, শুধু এই প্রকল্প যথেষ্ট নয়, আরও কার্যকর পদক্ষেপ দরকার।

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পর মহিলাদের কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সেই ঘটনার পর রাজ্য সরকার ১৭ দফা নির্দেশিকা জারি করেছিল, যেখানে মহিলাদের রাতের শিফটে কাজ থেকে বিরত রাখার প্রস্তাব ছিল। কিন্তু সমালোচনার মুখে সরকার সেই নির্দেশিকা প্রত্যাহার করে নেয়।

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন