আজ এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি মামলার রায় হাই কোর্টের

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগপ্রক্রিয়া সংক্রান্ত মামলার রায় বুধবার ঘোষণা করবে কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ দুপুর ২টোয় এই রায় ঘোষণা করবেন বলে মঙ্গলবার আদালতের তরফে জানানো হয়েছে। সোমবার মামলার শুনানি শেষ হওয়ার পর দিন নির্ধারিত হয় রায়ের জন্য।

২০১৬ সালের প্যানেল বাতিলের পর নতুন করে ২৬ হাজারেরও বেশি পদে নিয়োগের জন্য গত ৩০ মে যে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি, তা-ই কেন্দ্র করে শুরু হয় আইনি লড়াই। নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত-সহ একাধিক নিয়ম নিয়ে উঠেছে প্রশ্ন।

এর আগের শুনানিতে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, চিহ্নিত অযোগ্য প্রার্থীরা এই নতুন নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এমনকি ইতিমধ্যেই যারা আবেদন করেছেন, তাঁদের আবেদন বাতিল করতে হবে।

ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেছে, বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চের রায় অনুযায়ী, ‘দাগি’দের বাদ দিয়েই নিয়োগ চালাতে হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে।

এই রায় নিয়েই এখন উদ্বেগে রয়েছেন বহু চাকরিপ্রার্থী। বিশেষত যাঁরা ২০১৬ সালের ওয়েটিং লিস্টে ছিলেন বা আগের প্রক্রিয়ায় বঞ্চিত হয়েছেন। বুধবারের রায়ে পরিষ্কার হবে, নিয়োগ চলবে কীভাবে এবং কারা সুযোগ পাবেন নতুন এই প্রক্রিয়ায়।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে