আরজি কর মামলায় রাজ্যের আবেদন শুনবে হাইকোর্ট, আজই শুনানি সুপ্রিম কোর্টেও

আজ, বুধবার কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের আবেদনের শুনানি হবে আরজি কর মামলায়। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এ দিন সকালে শুনানি হবে। রাজ্য সরকার দোষী সঞ্জয় রায়ের ফাঁসির শাস্তির আবেদন জানিয়ে মঙ্গলবার হাইকোর্টে আবেদন করেছিল।

অন্যদিকে, আজ সুপ্রিম কোর্টেও হবে এই মামলার শুনানি। দুপুর নাগাদ প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে শুনানি হবে।

গত সোমবার শিয়ালদহ আদালত দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করে। তবে রাজ্য সরকার চাইছে কঠোরতম শাস্তি।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন