চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিংহ জানিয়েছেন, ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বা আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভাতা দেওয়া যাবে না। রাজ্যকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে। তার ১৫ দিনের মধ্যে পাল্টা হলফনামা দাখিল করবেন মামলাকারীরা।
২০১৬ সালের এসএসসি প্যানেলের প্রায় ২৬ হাজার গ্রুপ সি ও ডি কর্মীর চাকরি বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। এরপর রাজ্য সরকার ঘোষণা করেছিল, চাকরিহারা গ্রুপ সি কর্মীদের ২৫ হাজার টাকা ও গ্রুপ ডি কর্মীদের ২০ হাজার টাকা মাসিক ভাতা দেবে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা হয়। বিচারপতি সিংহ রাজ্যকে প্রশ্ন করেছিলেন, কোন যুক্তিতে এই ভাতা নির্ধারণ করা হয়েছে? কেন সুপ্রিম কোর্টের রায়ের পরে এত তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হল?
সব মিলিয়ে, হাই কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশে আপাতত অনিশ্চয়তার মুখে রাজ্যের এই ভাতা প্রকল্প।