প্রথম পাতা খবর ২২ জুলাই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা

২২ জুলাই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা

317 views
A+A-
Reset

ডেস্ক: জুলাই মাসেই প্রকাশ পেতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। লিখিত পরীক্ষা না হলেও অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে আগামী ২২ জুলাই, বৃহস্পতিবার দুপুর ৩ টের সময় পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা কাউন্সিলের তরফে ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।


আগামী  ২২ জুলাই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। দুপুর ৩ আনুষ্ঠানিক ফলপ্রকাশ করা হবে। ২৩ জুলাই সকাল ১১টার পর মিলবে মার্কশিট। ২২ জুলাই বিকেল ৪টে থেকে ওয়েবসাইটেও দেখা যাবে ফল। আনুষ্ঠানিকভাবে মেধাতালিকা এবার প্রকাশিত হচ্ছে না। মার্কশিটের সঙ্গে মিলবে অ্যাডমিট কার্ড।রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট মারফত পড়ুয়ারা ফল জানতে পারবে।

আরও পড়ুন: অবশেষে ৮টি স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিল বিজেপি


যে ওয়েবসাইটে রেজাল্ট জানা যাবে তার মধ্যে অন্যতম wbresults.nic.in, www.exametc.com, www.westbengal.shiksha, www.indiaresults.com। এছাড়াও SMS WB12 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৫৬০৭০, ৫৬৭৬৭৫০ এবং ৫৬২৬৩ নম্বরে এসএমএস করেও ফল জানা যাবে৷www.results.shiksha অ্যাপ থেকেও রেজাল্ট ডাউনলোড করতে পারবে ছাত্রছাত্রীরা৷

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.