প্রথম পাতা খবর ৩ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই শেষবার রেগুলার কোর্স

৩ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই শেষবার রেগুলার কোর্স

202 views
A+A-
Reset

কলকাতা: ৩ মার্চ থেকে শুরু হচ্ছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মোট ৫ লক্ষ ৯ হাজার ছাত্রছাত্রী এবার পরীক্ষা দেবে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের তুলনায় ৪৭ হাজার ৬৭১ জন বেশি ছাত্রী রয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বুধবার এক সাংবাদিক বৈঠকে একথা জানান। তিনি বলেন, ২০২৩ সালে যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলেন এবার তার থেকে প্রায় ৫৫ হাজার কম পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন।

সকাল দশটায় পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে পরীক্ষার্থীদের সামনে প্রশ্নপত্র খোলা হবে। ২৩টা জেলার মোট ২ হাজার ৮৯ টা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ১৩৬ টা কেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। ৫২৮ জন বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থী রাইটার এবং অতিরিক্ত সময় নিয়ে পরীক্ষা দেবে।

পরীক্ষার জন্যে পর্ষদের তরফে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এর নম্বর হলো – ০৩৩ ২৩৩৭০৭৯২।

উল্লেখ্য, রেগুলার কোর্সে এই বছরই শেষ বারের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামী বছর থেকে সেমেস্টার ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.