কলকাতা: আগামী ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হওয়া নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। এ বার তাই আগেভাগেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে মোবাইল ফোনের ব্যবহার আটকাতে চায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মোবাইল এবং অন্যান্য বৈদ্যুতিন গ্যাজেট রুখতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টরের (আরএফডি) রেকর্ড দারুণ। এ বার সেই যন্ত্র ব্যবহার করেই স্পর্শকাতর ২০৬টি কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন জায়গায় তল্লাশি চলবে।
সংসদ জানিয়েছে, ভারপ্রাপ্ত আধিকারিকদের হাতে ওই যন্ত্র থাকবে। একটি ডিভাইস দিয়ে একাধিক কেন্দ্রে তল্লাশি চালাতে পারবেন আধিকারিকরা। কেন্দ্রে প্রবেশ এবং পরীক্ষার হলে ঢোকার আগে দু’দফায় মোবাইল তল্লাশি হবে। দেহ তল্লাশির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না সভাপতি। তিনি জানান, পরীক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেলে তার রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল হতে পারে। পরিণামে ভবিষ্যতেও পরীক্ষা দিতে পারবে না সে। প্রশ্নপত্র নিয়ে যাওয়া এবং খোলার জন্যই থাকছে পুলিসসহ বিশেষ নজরদারি ব্যবস্থা। কোন পরিদর্শক কোন বিষয়ের প্রশ্ন নিচ্ছেন, তার তথ্য থাকবে। পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টার মধ্যে কেউ হল থেকে বেরতে পারবেন না।
এ বারে উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮.৫২ লক্ষ। সংসদে ইতিমধ্যেই খোলা হয়েছে হেল্পডেস্ক। বিদ্যাসাগর ভবনে হেল্প ডেস্ক নম্বর ০৩৩-২৩৩৭০৭৯২।