288
দেড় মাসের অপেক্ষার অবসান। আগামী ৭ মে, বুধবার প্রকাশিত হবে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
জানা গেছে, সাড়ে ১২টায় বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করা হবে। এরপর দুপুর দু’টো থেকে পরীক্ষার্থী ও অভিভাবকরা ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন।
ফলাফল দেখে নেওয়া যাবে https://resuh.wb.gov.in লিঙ্কে ক্লিক করে। দেখা যাবে https://results.digilocker.gov.in/ ক্লিক করেও। www.results.shiksha ও https://www.results.shiksha/ ক্লিক করলেও রেজাল্ট দেখা যাবে।
উল্লেখ্য, এ বছর ৩ মার্চ থেকে শুরু হয়ে ১৮ মার্চ শেষ হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রায় দেড় মাসের মধ্যেই ফল প্রকাশ করছে সংসদ।